রানওয়ে ছাড়ার সময় দুর্ঘটনার কবলে শক্তিশালী হর্নেট যুদ্ধবিমান

 রানওয়ে ছাড়ার সময় দুর্ঘটনার কবলে শক্তিশালী হর্নেট যুদ্ধবিমান (ভিডিও)

এফ/এ-১৮ডি হর্নেট যুদ্ধবিমান (সংগৃহীত ছবি)

রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্সের (আরএমএএফ) একটি শক্তিশালী এফ/এ-১৮ডি হর্নেট যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৯টা ৫ মিনিটে সুলতান হাজি আহমদ শাহ বিমানবন্দরের (আরএমএএফ কুয়ানতান এয়ার বেস) রানওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

যদিও বিমানের পাইলট এবং অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা দুর্ঘটনার আগে সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। ফলে দুজনই বর্তমানে অক্ষত রয়েছেন।

আরএমএএফ প্রধান জেনারেল দাতুক সেরি মুহাম্মদ নোরাজলান আরিস সাংবাদিকদের বলেন, অ্যাফার্ম। দুজনই নিরাপদে ইজেক্ট করেছেন। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে তারা দুজনই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।

আরও পড়ুন
এরিয়া ৫১-এর আকাশে উড়ছে অদ্ভুত বস্তু! (ভিডিও)
এরিয়া ৫১-এর আকাশে উড়ছে অদ্ভুত বস্তু! (ভিডিও)
২২ আগস্ট, ২০২৫
 

 

এ দিকে বিমানবাহিনী জনগণকে অনুরোধ করেছে, এ ঘটনাকে ঘিরে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য প্রচার না করতে।

উল্লেখ্য, যুদ্ধবিমান দুর্ঘটনার ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে