হাদিসের আলো

 হাদিসের আলো

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন, যে লোকটি মরুভূমিতে তাঁর উট হারানোর পর তা খুঁজে পায়। (সহিহ বুখারি, হাদিস : ৬৩০৯)

শিক্ষা : হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, 
১. আল্লাহ বান্দার পাপ মার্জনা করেন এটা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তবে তিনি শাস্তি দানেও কঠোর।
২. বুজুর্গ আলেমরা বলেন, আল্লাহর ক্ষমার গুণ দেখে কেউ যেন পাপ পরিহারে শৈথল্য না দেখায়। কেননা পাপের প্রতি উদাসীনতা তাওবার দুয়ার বন্ধ করে দেয়। 
৩. কোনো গুনাহই ছোট না। কেননা সগিরা গুনাহ মানুষকে কবিরা গুনাহের দিকে নিয়ে যায়। যেমন আগুনের ছোট স্ফূলিঙ্গও ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।
৪. মানুষ তাওবা করলে আল্লাহর কোনো লাভ নেই। তবুও তিনি খুশি হন। কেননা তিনি মানুষের স্রষ্টা ও প্রতিপালক। (মাউসুয়াতুল হাদিসিয়্যাি)